Ki Kore Bhule Thakbo
(কী করে ভুলে থাকবো তোকে)
Lyrics -Jubin Nautiyal
Song : Ki Kore Bhule Thakbo Toke
Singer : Jubin Nautiyal
Music : Jeet Gannguli
Film : Tumi Ashbe Bole
💚কী করে ভুলে থাকবো তোকে লিরিক্স 💚
কী করে ভুলে থাকবো তোকে
লিখেছি তোর নাম এ বুকে,
এ মনে আঁকা স্বপ্নগুলো
সাজাবি কবে ওই দুচোখে?
দিন কাটে সেই আশাতে
রাত যে নামে,
রাত জাগে মন জোনাকি
তোরই প্রেমে,
রাত জাগে মন জোনাকি
তোরই প্রেমে।।
তোর হাসি দেখে আমি
সুখে বানভাসি,
ভালোবাসি বুঝেও কেন
তুই যে উদাসী।
তোকে ছাড়া একা লাগে
এই মন পাড়া,
দিশেহারা পথে আমায়
দেবে কে সাহারা?
কী করে ভুলে থাকবো তোকে
লিখেছি তোর নাম এ বুকে,
এ মনে আঁকা স্বপ্নগুলো
সাজাবি কবে ওই দুচোখে?
দিন কাটে সেই আশাতে
রাত যে নামে,
রাত জাগে মন জোনাকি
তোরই প্রেমে,
রাত জাগে মন জোনাকি
তোরই প্রেমে।।💝
💗Lyrics In English- Ki Kore Bhule Thakbo💗
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন